Header Ads Widget

অনেক গল্প ও অনেক প্রশ্ন

অনেক গল্প ও অনেক প্রশ্ন

আবদুর রাজ্জাক

প্রশ্ন করতে ইচ্ছে করে

তোমাকে অনেক দেখাতে- নিয়ে যেতে,
যেমন পেন্ডুলাম পড়ে আছে, গল্প থেমে আছে

যেমন জিজ্ঞাসা স্রোতহীন।

এভাবে উদ্দেশ্যহীন অনেক কথায় রাখতে ইচ্ছে করে

যেগুলোর উদ্দেশ্য বড় সরস, তাজা
এমন একটা সুর ভেসে যায়

যাতে কষ্ট কমে,

এগুলো ভাবতে গেলেই ঘামে;

শরীরে নানা শিরা নিজেকেই অশ্রদ্ধা ঢালে,
এমন কতকিছু করতে পারি না বলে

সন্ধ্যার পর চাঁদ দেখতেও বলে না মন।



Post a Comment

0 Comments